Skip to content

গুঁড়ো দুধ-চকলেটের দাম কমছে

    গুঁড়ো দুধ-চকলেটের দাম কমছে prothomasha.com

    জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক কমিয়ে গুঁড়ো দুধ ও চকলেটের দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ তথ্য জানান।নতুন বাজেটে প্যাকেটজাত গুঁড়ো দুধ আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বাজারে গুঁড়ো দুধের দাম কমবে। এছাড়া চকলেট আমদানিতে শুল্ক ২৫ শতাংশ কমছে। ফলে সব বয়সীদের পছন্দের চকলেটের দাম কমবে।জানা যায় আড়াই কেজি পর্যন্ত প্যাকেটে গুড়ো দুধ আমদানিতে বর্তমানে মোট কর ৮৯.৩২ শতাংশ। অপরদিকে বাল্ক আকারে আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ এবং মোট কর ৩৭ শতাংশ। দুটি আকারে পণ্যটি আমদানির ক্ষেত্রে শুল্ক-করের পার্থক্য অনেক বেশি থাকায় স্থানীয়ভাবে প্যাকেটকারী প্রতিষ্ঠানগুলো অযৌক্তিক পরিমাণ সুবিধা ভোগ করছে। এই কর নীতিকে সুবিধাজনক করতে আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত গুড়ো দুধের ওপর বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আমদানির সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের মোট করের পার্থক্য থাকবে ২১ শতাংশ। যা দেশীয় শিল্পের বিকাশে কোনো বাধার সৃষ্টি করতে পারবে না।

    চকলেট এবং এই সংক্রান্ত কোকো পাউডার কেন্দ্রিক খাদ্যকে সাপ্লিমেন্টারি খাদ্যপণ্য হিসেবে ঘোষণা দেওয়ায় আমদানির মাধ্যমে শুল্ক ফাঁকির প্রবণতা দেখা যাচ্ছে। শুল্ক ফাঁকি রোধের জন্য এ ধরনের খাদ্যপণ্যের ওপর যৌক্তিক কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বিপরীতে চলতি অর্থবছরের আরোপিত ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে ২০ শতাংশ করা হবে। এর ফলে এ পণ্যটিতে সামগ্রিক কর কমে ১২৭.৭২ শতাংশের বদলে ৮৯.৩২ শতাংশ হবে। এতে করে বাজারে চকলেটের দাম কমে আসবে।