Skip to content

ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

    ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের prothomasha.com

    পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির সব মুসলিমদের জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।হিজরি সনের হিসাব অনুসারে সৌদি আরবে আজ বৃহস্পতিবার হিজরি বছরের একাদশ মাস জিলক্বদের ২৯তম দিন। সেই হিসাবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

    সুপ্রিম কোর্টের বিবৃতিতে জানানো হয়েছে, খালি চোখে বা দুরবিন দিয়ে জিলহজ মাসের চাঁদ কেউ দেখতে পেলে যেন দ্রুত স্থানীয় আদালতে বিষয়টি নথিবদ্ধ করেন। আদালতে জানাতে অপারগ হলে স্থানীয় মসজিদে যেন জানানো হয়। তারা পরে বিষয়টি স্থানীয় আদালতকে জানানোর ব্যবস্থা করবেন।জিলহজ্জ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজাহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। ধারণা করা হচ্ছে আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন।