ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চান্দিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রথম এক ঘণ্টায় একটি কক্ষে ভোট পড়েছে একটি। পুরো কেন্দ্রটি আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত ছিল প্রায় ফাঁকা।সরেজমিন আজ সকালে উপজেলার বুধল ইউনিয়নের ৫৫ নম্বর চান্দিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায়, নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা, এজেন্ট ও দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্য ছাড়া ভোটারদের তেমন উপস্থিতি নেই। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রটিতে মোট ভোটারসংখ্যা ২ হাজার ৭। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯১ জন, আর নারী ভোটার ৯১৬ জন। কেন্দ্রটিতে ভোট গ্রহণের কক্ষ ছয়টি। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, সকাল ৯টা পর্যন্ত ৫ নম্বর কক্ষে ভোট পড়েছে একটি। এই কক্ষে মোট ভোটার সংখ্যা ৩২৩।
এ কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমার ৫ নম্বর কক্ষে এক ঘণ্টায় মাত্র একটি ভোট পড়েছে। এটি নারী ভোটকক্ষ। এ জন্য ভোটার আসতে দেরি হচ্ছে।’পাশের দুটি কক্ষে ভোট পড়েছে দুটি করে। তবে কেন্দ্রটিতে সকাল ৯টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫১টি। আজ সকাল আটটা থেকে চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সকালে ভোটার উপস্থিতি কম চোখে পড়ে।
চান্দিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ইয়াকুব আলী (৬৫)। তিনি প্রথম আলোকে বলেন, ভোট নিয়ে লোকজনের আগ্রহ কম হলেও ধীরে ধীরে ভোটার উপস্থিতি বাড়বে। এখানকার লোকজন এখন কৃষিকাজে ব্যস্ত। কাজ শেষে তাঁরা ভোট দিতে আসবেন।কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আশা করছেন ধীরে ধীরে ভোটার উপস্থিতি বাড়বে।