৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এমন পরিস্থিতি সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের ডাক দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
গতকাল রবিবার প্রকাশিত ভোটের ফলে দেখা যায়, ৪০ শতাংশ ভোট পেয়েছে এএনসি। গত তিন দশকে কখনোই তাদের সমর্থন ৫০ শতাংশের নিচে ছিল না। দেশটির প্রধান বিরোধীদল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (ডিএ) পেয়েছে ২১ দশমিক ৭১ শতাংশ ভোট এবং সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বাধীন নবগঠিত রাজনৈতিক দল উমকুন্টো ওয়ে সিজওয়ে (এমকে) ১৪ দশমিক ৭৬ শতাংশ পেয়ে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিয়েছে।
আনুষ্ঠানিক ফল অনুযায়ী ৪০০ আসনের পার্লামেন্টে ১৫৯টি আসন নিশ্চিত করতে পেরেছে এএনসি। গতবার যা ছিল ২৩০টি।
প্রেসিডেন্ট রামাফোসা বলেছেন, দক্ষিণ আফ্রিকার নাগরিকরা কোনো একটি নির্দিষ্ট দল নয়, এমনভাবে ভোট করেছেন যেন একটি কমন গ্রাউন্ড তৈরি হয়, ভেদাভেদ না থাকে এবং সবার জন্য কাজ করা সুযোগ হয়। তিনি বলেছেন, ‘এই জয় আমাদের গণতন্ত্রের জয়।’
কোনো দল নয়, দেশই এখানে মুখ্য বলে মন্তব্য করেছেন তিনি।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এএনসিকে এখন জোট গঠন করে সরকার পরিচালনা করতে হবে। যদি বর্তমান সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করতে চায়, তাহলে যেকোনো আইন পাসে তীব্র বিরোধের মুখে পড়তে হতে পারে