নিলামে উঠছে প্রিন্সেস ডায়নার ব্যক্তিগত চিঠি। আগামী ২৭ জুন এই চিঠিগুলো নিলামে তোলা হবে। আশা করা হচ্ছে মিলিয়ন ডলারে বিক্রি হবে এই চিঠিগুলো। আয়োজক জুলিয়ানস অকশন।নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ১৯৮১ সালে প্রিন্স চার্লসকে বিয়ের পর লেখো চিঠি ও ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বড়দিন ও নববর্ষের কার্ডও রয়েছে এই সংগ্রহে। ডায়ানা সেই সময় এসব চিঠি লিখেছিলেন তার সাবেক একজন গৃহকর্মীকে। তার নাম মাউড পেন্ড্রে। সেই চিঠিও ঠাঁই পাবে।
চিঠিগুলোর মধ্যে বেশ কয়েকটি চিঠি আছে যাতে ডায়ানার ব্যক্তিগত অনুভূতি এবং তার জীবনের খুঁটিনাটি অনেক বিষয় স্থান পেয়েছে। এর মধ্যে একটি রাজকীয় লেটারহেডে হাতে লেখা নোটে বলা হয়েছে.‘ট্রিমেন্ডাস সাকসেস।’ চালর্সের সঙ্গে তার মধুচন্দ্রিমার বিষয়টি নিয়েই লেখা হয়েছে শব্দ দুটি। এতে তারিখ দেয়া আছে ৮ সেপ্টেম্বর, ১৯৮২।সমাজসেবামূলক কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে বার বার খবরের শিরোনাম হয়েছেন প্রিন্সেস ডায়ানা। ব্যক্তিত্ব এবং স্টাইলের জন্য সেই সময় বিশ্বের অন্যতম অনুকরণীয় এক নারীতে পরিণত হয়েছেন তিনি।