টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতি সারতে পারেনি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে। এরপর অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচের একটি বৈরী আবহাওয়ায় ভেস্তে যায়। আর গতকাল ভারতের বিপক্ষে স্রেফ উড়ে যায় টাইগাররা। তবে মূল বিশ্বকাপে বিশেষ কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ভারতের বিপক্ষে ৬০ রানের হারের পর নাজমুল বলেন, ‘আমার মনে হয় না (পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়েছে)। কিন্তু বোলাররা দারুণ করেছে। শরীফুল ও রিশাদ যেভাবে ওই দুই ওভার বোলিং করেছে, সেটা নিয়ে সত্যিই খুশি। কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি, বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করব।’ মূল বিশ্বকাপে কীভাবে ভালো করবে বাংলাদেশ নাজমুল এটারও একটা ব্যাখ্যা দিয়েছেন, ‘আগে কী হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’