ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। তবে পাকিস্তানের হয়ে উদ্বোধনী জুটিতে সফল ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দীর্ঘদিন পর একসঙ্গে ইনিংস উদ্বোধনে নেমে ৫৯ রান যোগ করেন এই দুজন। টি-টোয়েন্টিতে এটি তাদের ২৪তম পঞ্চাশ ছাড়ানো জুটি। এর মধ্যে দশটি আবার শতক ছাড়ানো জুটি
ক্রিকেটের ছোট সংস্করণ টি-টোয়েন্টিতে এত বেশি পঞ্চাশ ছাড়ানো জুটি নেই অন্য কারও। এই রেকর্ড গড়ার পথে বাবর-রিজওয়ান পেছনে ফেলেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দীর্ঘদিন ইনিংস উদ্বোধন করা ক্রিস গেইল ও বিরাট কোহলিকে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ২৩ বার পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েছেন তারা। তথ্য ‘ক্রিকেট পাকিস্তান’-এর।বাবর এদিন পৌঁছেছেন আরও একটি মাইলফলকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে পূর্ণ করেছেন ৪ হাজার রান। টি-টোয়েন্টিতে রানের দিক দিয়ে কোহলিকে ছাড়ানোর দ্বারপ্রান্তেও আছেন তিনি।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান
বিরাট কোহলি: ৪ হাজার ৩৭ রান (১০৯ ইনিংস)
বাবর আজম: ৪ হাজার ২৩ রান (১১২ ইনিংস)
রোহিত শর্মা: ৩ হাজার ৯৭৪ রান (১৪৩ ইনিংস)