Skip to content

রজতজয়ন্তীতে আসছে শাকিব খানের নতুন গান

    রজতজয়ন্তীতে আসছে শাকিব খানের নতুন গান prothomasha.com

    ১৯৯৯ সালে শাকিব খান প্রথম চুক্তিবদ্ধ হন ‘সবাই তো সুখী হতে চায়’ সিনেমায়। প্রথমবার দাঁড়ান ক্যামেরার সামনে। তবে এটি নয়, তার ক্যারিয়ারে প্রথম সিনেমা সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’। যা ১৯৯৯ সালের আজকের দিন ২৮ মে মুক্তি পায়।

    দিনক্ষণটি ধরে এগুলো আজ এই শীর্ষ নায়কের চলচ্চিত্র ক্যারিয়ারের রজতজয়ন্তী। আর এই ২৫ বছর উদযাপনে টিম ‘তুফান’ মুক্তি দিচ্ছে সিনেমাটির নতুন গান ‘লাগে উড়াধুরা’।

    গান মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক রায়হান রাফী। ‘লাগে উরাধুরা’ শিরোনামের গানটির টিজার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এতে মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নেচেছেন ঢালিউড সুপারস্টার। এতেই তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে দুই বাংলার নেটপাড়ায়। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। তার সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা।

    এদিকে, ‘অনন্ত ভালোবাসা’ পরিচালনা করেন প্রয়াত সোহানুর রহমান সোহান। সেখানে শাকিব খানের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোটবোন ইরিন জামান। দুজনেরই অভিষেক চলচ্চিত্র হিসাবে স্মরণীয় হয়ে আছে ‘অনন্ত ভালোবাসা’। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং নায়ক হিসেবে নজর কাড়েন শাকিব খান।

    এরপর ধীরে ধীরে এগিয়েছেন। তবে শূন্য দশকের মাঝামাঝি এসে শাকিব নিজের প্রভাব ফেলতে সক্ষম হন। আর গত দেড় দশক ধরে তিনি হয়ে আছেন ঢাকাই ছবির সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত ও শীর্ষ নায়ক।