ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের টানা ৪ ম্যাচ খেলার পর চোটে পড়েন তাসকিন। বিশ্বকাপে তার খেলা নিয়েও সৃষ্টি হয়েছিল শঙ্কা। তবে সব শঙ্কার কালো মেঘ দূরে ঠেলে দিয়ে তাসকিনকে সহ-অধিনায়ক করে ঘোষণা করা হয় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তাসকিন। বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচেও খেলা হবে না তার।
ধারণা করা হয়েছিল শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও দেখা যাবে না তাকে। তবে সব শঙ্কা উড়িয়ে গতকাল (সোমবার) বল হাতে দেখা গিয়েছে তাসকিনকে। টেক্সাসের ডালাসে দেখা গেছে ছোট রানআপে শুরু করেছেন বোলিং। বোঝাই যাচ্ছে নিজেকে প্রস্তুত করে গড়ে তুলছেন এই পেসার। আশা জেগেছে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিনের সার্ভিস পাওয়া যাবে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের ৮ তারিখ। দিনক্ষণের হিসেবে তাসকিনের হাতে সময় আছে আরও ১১ দিন।এদিকে দুদিন আগে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে পা রেখেছে বাংলাদেশ দল। এই মাঠে ৮ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন শান্ত-সাকিবেরা। এর আগে এই মাঠেই আজ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই দলটির বিপক্ষেই হিউস্টনে সিরিজ হেরেছে শান্তর দল।