শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেবেন ডিপজল—এমন কথা বলে বিপাকে পড়েছেন মিশা সওদাগর। এমনকি ডিপজলও পড়েছেন তোপের মুখে। সামাজিক মাধ্যমে সমালোচনার তীরে বিদ্ধ তারা।
তবে বিষয়টিকে একেবারে অবান্তর বলে জানিয়েছেন ডিপজল। সরাসরি মিশার বক্তব্য নাকচ করে দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন-শিল্পীদের কাজ সিনেমা করা। সিনেমা বাদ দিয়ে তারা অন্য কোনো কাজ করেন না, করতে চান না। কেউ করে থাকলে, সেটা একান্ত তার নিজের ব্যাপার। প্রতিষ্ঠিত শিল্পীদের কেউ কেউ অভিনয়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বা অন্য পেশায় যুক্ত। তার মানে এই নয় যে তারা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের মূল পরিচয় শিল্পী।
ডিপজল বিস্ময় প্রকাশ করে বলেন- এ কথা আমি কেন বলব! একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে কি এমন কথা বলতে পারি? এ ধরনের কথা অবাস্তব ও অবান্তর। আমার বরাত দিয়ে মিশা বা অন্য কেউ ‘গরুর হাটে চাকরি দেব’ বলে যে কথা বলা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা আমি করছি।
অন্যদিকে এ নিয়ে মুখ খুলেছেন মিশা সওদাগর। বিষয়টি নিয়ে বিরক্ত বলে জানান। তার দাবি, তিনি কোনো গণমাধ্যমকে এমন কথা বলেননি। অভিনেতা বলেন- ঘরোয়া কথাও নিউজে আসতে পারে, কিন্তু তার আগে অবশ্যই অনুমতি নেওয়া প্রয়োজন। এই নিয়ে আমি কিন্তু কোনো প্রেসকে কিছু বলিনি। নিউজ ছাপার আগে আমার সাথে কেউ কথাও বলেনি। এটা নিয়ে নিউজ করা অনেকটা সাইবার অপরাধ! আমি সাংবাদিক ভাইদের যেহেতু কিছুই বলিনি তারপরেও এটা নিয়ে তারা নিউজ করেছে, এমনটা তাদের থেকে আশা করিনি।
মিশার সেই ঘরোয়া আড্ডার একটি ভিডিও ইতোমধ্যে একটি ইউটিউব চ্যানেলেও দেখা গেছে। চারদিন আগে পোস্ট করা সেই ভিডিওতে বেকার শিল্পীদের কর্মসংস্থান নিয়ে কথা বলতে দেখা যায় মিশাকে। শুধু সিনেমায় নয়, এসময় টেলিভিশন কিংবা ইউটিউব, ওটিটির জন্য নির্মিত নাটক ও সিরিজেও চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও পরিকল্পনা করতে শোনা যায় তাকে।