ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির জন্য আনুষ্ঠানিক শোকের সমাপ্তি পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ২০জনের মত বিশ্বাসযোগ্য নাম প্রস্তাব করা হয়েছে। গার্ডিয়ান পরিষদ নামে পরিচিত ১২ সদস্যের শক্তিশালী অভিজাত সংস্থার দ্বারা এই সমস্ত প্রার্থীদেরকে যাচাই-বাছাই করা হয়েছে।
আগামী ২৮ জুন ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এক ভিডিও বার্তায় আহমাদিনেজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি রাজধানী তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন।
মাহমুদ আহমাদিনেজাদের পাশাপাশি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসে আলি লারিজানি, আলিরেজা জাকানি, পারভিজ ফাত্তাহ, সায়িদ জালিলি, মোহাম্মাদ বাকের কালিবাফ, মুহাম্মাদ মোখবের, মুসা ঘাজানফারাবাদি, প্রমুখের প্রতিদ্বন্দ্বিতার আভাষ মিলেছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান।
https://www.theguardian.com/world/article/2024/may/26/iran-presidential-election-up-to-20-possible-contenders-gear-up-for-battle