Skip to content

সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে ডিপজলের আবেদন

    গুগলের পিক্সেল স্মার্টফোন হবে ‘মেড ইন ইন্ডিয়া’ prothomasha.com

    টেক জায়ান্ট গুগলের পিক্সেল স্মার্টফোন শিগগিরই তৈরি শুরু হবে ভারতে। এর সঙ্গে সংশ্লিষ্টরা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ুতে অবস্থিত ফক্সকনের কারখানায় পিক্সেল ফোন তৈরি করবে গুগল। এতে বলা হয়, চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে দেশটিকে এড়িয়ে পণ্য সরবরাহে বৈচিত্র্য আনতে চাওয়া বৈশ্বিক সংস্থাগুলো, বিশেষ করে পশ্চিমা বিশ্বের কোম্পানিগুলোর কাছে বড় গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে ভারত।

    এরই ধারাবাহিকতায় গুগলও তাদের পিক্সেল ফোন তৈরির জন্য ভারতকে বেছে নিয়েছে। শুক্রবার (২৪ মে) সংশ্লিষ্ট সূত্র বিবিসিকে জানিয়েছে, অ্যালফাবেটের গুগল তামিলনাড়ুতে পিক্সেল স্মার্টফোনের উন্নত সংস্করণ তৈরি করবে এবং চলতি বছরই উৎপাদন শুরু হতে পারে। গুগল এবং ফক্সকন এই লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে বলেও জানিয়েছে সূত্রটি। বর্তমানে তামিলনাড়ুতে ফক্সকনের দুটি কারখানা রয়েছে। এর মধ্যে চেন্নাই শহরের কাছে থাকা কারখানায় এটি অ্যাপলের আইফোন অ্যাসেম্বল করে।

    তামিলনাড়ুতে পিক্সেল ফোন তৈরির গুগলের সিদ্ধান্তটি এসেছে রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি কোম্পানিটির কর্মকর্তাদের বৈঠকের পর। তামিলনাড়ু সরকারের এক বিবৃতি অনুসারে, গুগলের কর্মকর্তারা শিগগিরই চেন্নাইয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গেও দেখা করবেন।