Skip to content

ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত

    ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত prothomasha.com

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তুমব্রু বাজার বরাবর মিয়ানমারের সীমান্তের শূন্যরেখায় সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের একটি হাসপাতালে নেওয়া হয়।

    আহত ব্যক্তিদের একজন নবী হোসেন (সোনা মিয়া); তাঁর ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আবু তাহের নামের আরেক ব্যক্তি বুক, মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল রাতে বিজিবি টহল কমে গেলে মিয়ানমার থেকে পণ্য আনার জন্য সীমান্তের রূপরেখায় যান কয়েকজন। সেখানে যাওয়ার কয়েক মুহূর্ত পরই আকস্মিকভাবে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নবী হোসেন ও আবু তাহের শরীরের বিভিন্ন অংশে আঘাত পান।

    ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, তুমব্রু বাজার এলাকার লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সেখান থেকে নিয়ে এসেছেন। তাঁদের তাৎক্ষণিকভাবে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের একটি সংস্থার হাসপাতালে নেওয়া হয়েছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ির থানার ঘুমধুম পুলিশি তদন্তকেন্দ্রের পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। তিনি বলেন, আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সীমান্তসংলগ্ন এলাকাগুলোর মানুষ নানা কারণে প্রায়ই সীমান্তের এপার-ওপারে চলাচল করে থাকেন।