সময়মত ভিসা হাতে না পাওয়ায় পাকিস্তান দলের সঙ্গে আয়ারল্যান্ড সফর করা হচ্ছে না মোহাম্মদ আমিরের। যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা পাকিস্তানের এই পেসার অন্য সবার সঙ্গে আবেদন করেছিলেন। তবে অন্যরা পেলেও তিনি ভিসা পাননি।
২০১৮ সালেও একবার আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে একই সমস্যায় পড়েছিলেন আমির। তিনি পরে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। এবারও হয়তো দলের সঙ্গে পরে যোগ দিতে পারেন। পাকিস্তান ক্রিকেট দল আগামীকাল আয়ারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আমির শিগগিরই ভিসা হাতে পেয়ে যাবেন।
পাকিস্তান-আয়ারল্যান্ড সিরিজের সূচি
১০ মেক্লোনটার্ফে প্রথম টি-টোয়েন্টি
১২ মে ক্লোনটার্ফে দ্বিতীয় টি-টোয়েন্টি
১৪ মে ক্লোনটার্ফে তৃতীয় টি-টোয়েন্টি