Skip to content

কনসার্টের ভাইরাল ভিডিওটি আসলে কার

    কনসার্টের ভাইরাল ভিডিওটি আসলে কার prothomasha.com

    উৎফুল্ল ভঙ্গিতে নাচের ঢংয়ে এক গায়কের মঞ্চে ওঠার ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তর আলোচনা চলছে। আসল ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নিজের মুখ বসিয়ে প্রচারের হিড়িক পড়েছে। সপ্তাহ দুয়েক ধরে ফেসবুক কিংবা এক্স—সবখানেই মিম ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে। ভিগল এআই নামে একটি ওয়েবসাইটে সহজেই বিখ্যাত ব্যক্তিদের ছবি জুড়ে দিয়ে মিম ভিডিও বানাচ্ছেন অনেকে।

    এআই ভিডিও হয়তো আপনার নজরে এসেছে; আসল ভিডিওটি দেখেছেন? এটি আমেরিকার জনপ্রিয় র‍্যাপার লিল ইয়ার্টির এক কনসার্টের দৃশ্য। ২০২১ সালের আগস্টে শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত হিপহপ ফেস্ট ‘দ্য সামার স্মাশ ফেস্টিভ্যাল’–এ গেয়েছিলেন তিনি; সেই মঞ্চে ওঠার সময় ভিডিওটি করা হয়েছিল। লিল ইয়ার্টির ভিডিওটি ২০২২ সালের ২০ জুন ইউটিউবে প্রকাশিত হয়েছে। মিম ভিডিও নিয়ে আলোচনার মধ্যে আসল ভিডিওটির ‘ভিউ’ হু হু করে বাড়ছে। ভিডিওটি এখন পর্যন্ত ৫২ লাখের বেশিবার দেখা হয়েছে। এত দিন পর হঠাৎ করে কোন প্রেক্ষাপটে ভিডিওটি ‘ভাইরাল’ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

    গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত ২৬ বছর বয়সী ইয়ার্টি। ২০১৫ সালে প্রকাশিত তাঁর ‘ওয়ান নাইট’ গানটি শ্রোতৃমহলে আলোচিত হয়েছে।