Skip to content

বিশ্বের সবচাইতে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড

    বিশ্বের সবচাইতে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড prothomasha.com

    বর্তমান বিশ্বে সাইবার সুরক্ষা নিশ্চিত না হলে নিজস্ব তথ্যাদি নিয়ে ঝুঁকির মুখে পড়তে হয়। বিশ্বে এমনই এক পাসওয়ার্ড সংক্রান্ত ঝুঁকির তথ্য ফাঁস করেছেন এক মার্কিন সাইবার বিশেষজ্ঞ। মোট ১৫টি পাসওয়ার্ডের তালিকা তিনি প্রকাশ করেছেন যা সারাবিশ্বজুড়ে সবচাইতে বেশি ব্যবহৃত বলে দাবি তার।

    তথ্যের গোপনীয়তা নিয়ে কাজ করা মার্কিন বিশেষজ্ঞ জেসন ওয়াইজ ২০২৪ সালে পুরো বিশ্বজুড়ে সবচাইতে বেশি ব্যবহৃত হওয়া ১৫টি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছেন। এ তালিকা প্রকাশের পাশাপাশি তিনি সবাইকে কঠিন পাসওয়ার্ড ব্যবহারের জন্য বার বার অনুরোধও করেছেন। এছাড়া তার তালিকায় ১৫টি পাসওয়ার্ড ব্যবহারকারীদের দ্রুত বদলানোর কথা স্মরণ করিয়ে দেন এই বিশেষজ্ঞ। পাসওয়ার্ডগুলো অনেকটা QWERTY123, 1Q2W3E, Q2W3E4R5T ধরনের বলে তিনি জানান। বেশি ব্যবহৃত পাসওয়ার্ডগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সংখ্যার ব্যবহার হয়ে থাকে। যেমন ১১১১১১, ১২৩৪৫ কিংবা ১২৩৪৫৬।

    তার প্রকাশিত ১৫টি পাসওয়ার্ড হলো- 123456, 123456789, admin, Qwerty, welcome, Password, Password1, p@ssword, 12345, Qwerty123, 1q2w3e, 12345678, 111111, 1234567890, Q2w3e4r5t। বিশেষজ্ঞদের মতে, পাসওয়ার্ডে অবশ্যই ছোট-বড় আকারে এবং সংখ্যা থাকতে হবে। পাশাপাশি কি-বোর্ডের যে কোনো একটি বিশেষ চিহ্ন ব্যবহারেও তাগিদ দেন তারা। এছাড়া পাসওয়ার্ড যত কঠিন হবে, ততই নিরাপদ বলে মন্তব্য করেন তারা। সবচেয়ে বড় কথা, এই ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানিক যোগাযোগের সবচাইতে বড় মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে সেখানে এগুলোর নিরাপত্তা নিশ্চিত না হলে বড় ধরনের ঝুঁকি থেকেই যায়।