Skip to content

দেশজুড়ে গরমের দাপট, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল

    দেশজুড়ে গরমের দাপট, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল prothomasha.com

    সাধারণত চৈত্রের শুরু থেকে গরমের দাপট বাড়তে থাকে। তবে এবার ছিলো একেবারেই ব্যতিক্রম। এবার চৈত্র মাস জুড়েই দেশের অধিকাংশ এলাকায় কম বেশি বৃষ্টির দেখা মিলেছে। মাসের শেষদিকে রোদ ও গরমের দাপট একটু একটু করে বাড়তে থাকে। বৈশাখের শুরুতে তা আরও বেড়েছে। গতকাল রোববার (১৪ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার (১৫ এপ্রিল) তা ছাড়িয়ে গেছে।

    এদিন ঢাকাসহ দেশের ৫৪টি জেলার ওপর দিয়ে প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৫ এপ্রিল) বিকেল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় (পটুয়াখালীর কলাপাড়া) ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার (১৪ এপ্রিল) রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

    এর আগে, গতকাল রোববার খেপুপাড়ায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ১.২ ডিগ্রি বেড়েছে। এদিকে রাজধানী ঢাকার তাপমাত্রাও কিছুটা বেড়েছে। সোমবার ঢাকায় সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল রোববার ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

    এদিন সকাল ৯টা থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

    পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরশু দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।  রংপুর ও নীলফামারী জেলা এবং ঢাকা বিভাগের ১৩টি জেলা, রাজশাহীর ৮টি, খুলনার ১০টি, বরিশালের ৬টি, চট্টগ্রামের ১১টি ও সিলেট বিভাগের ৪টি জেলাসহ মোট ৫৪টি জেলার ওপর দিয়ে ওপর দিয়ে মৃদু (৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮.০ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।