নিজের সব সম্পদ দান করে জৈন সাধু হলেন ভারতীয় ব্যবসায়ী ভবাই ভান্ডারি। গুজরাটের এই ব্যবসায়ী ও তার স্ত্রী সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, গুজরাটের ব্যবসায়ী ভবেশ ও তার স্ত্রী সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন। জৈন ধর্মমতে বিশ্বাসী এই দম্পতি নিজেদের সমস্ত সম্পত্তি, জিনিসপত্র বিলিয়ে দিয়েছেন। গুজরাটের রাস্তায় মিছিল করে সম্পত্তি বিলিয়ে দেন তারা। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি।
চলতি বছর ফেব্রুয়ারিতেই নিজেদের সব সম্পদ দান করার শপথ নিয়েছিলেন তারা। অর্থ দানই শুধু নয়, নিজের সমস্ত পার্থিব বিলাসিতাকেও ছেড়ে দিচ্ছেন তারা। সঙ্গ ছেড়ে দিয়েছেন মোবাইল, এসির মতো সামগ্রীরও। পুরোপুরি সন্ন্যাস গ্রহণের আগে তারা পুরো ভারতে খালি পায়ে হাঁটবেন। পরিবারের সঙ্গে যোগাযোগও ছিন্ন করছেন। শুধু জীবনে ভিক্ষা নিয়ে তারা বাকি সময় বেঁচে থাকবেন।কেবল মাত্র ৩ টি জিনিস তারা নিজেদের সঙ্গে রাখতে পারবেন। একটি ভিক্ষাপাত্র, সাদা পোশাক, আর একটি ঝাঁড়ু। আগামী ২২ এপিল তারা পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পদ বিতরণের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে মিছিল করে ওই দম্পতি নিজেদের সম্পদ বিলিয়ে দিচ্ছেন। আরও ৩৫ জনের সঙ্গে এই মিছিলে ছিলেন ভান্ডারি দম্পতি। এর আগে ২০২২ সালে তাদের ১৯ ও ১৬ বছরের দুই মেয়েও সন্ন্যাস গ্রহণ করেছেন। সেই পথই অনুসরণ করলেন বাবা-মা।