হজরত আলী (রা.)-এর বিবরণে একটি হাদিস রয়েছে। হজরত আলী (রা.) বলেছেন, রাসুল (সা.) একটি সেনাবাহিনী পাঠিয়ে এক ব্যক্তিকে ওই বাহিনীর আমির নিযুক্ত করলেন। আমির একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে সৈন্যদের তাতে ঝাঁপ দেওয়ার নির্দেশ দিল। একদল লোক তাতে ঝাঁপ দিতে উদ্যত হলো। আরেকটি দল বলল, আমরা ইসলাম গ্রহণ করে তো আগুন থেকেই নিজেদের সুরক্ষিত করেছি, তাই আগুনে ঝাঁপ দেওয়ার প্রশ্নই ওঠে না।
এই প্রসঙ্গটি (যথাসময়ে) রাসুল (সা.) এর কাছে উত্থাপিত হলো। যারা আগুনে ঝাঁপ দিতে উদ্যত হয়েছিল, তাদের লক্ষ্য করে তিনি বললেন, তোমরা সত্যি সত্যি তখন আগুনে ঝাঁপ দিলে কিয়ামতের দিন পর্যন্ত সেখানেই অবস্থান করতে। অন্য দলটিকে লক্ষ্য করে তিনি উত্তম কথা বললেন। বললেন, আল্লাহর অবাধ্যতায় আনুগত্য নেই; আনুগত্য কেবলই সৎ শরিয়তসম্মত কাজে। (মুসলিম, হাদিস: ১,৮৪০)