Skip to content

খায়রুল-সাফার দূরে কোথায়

    খায়রুল-সাফার দূরে কোথায় prothomasha.com

    মফস্বল শহরের সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ে মহুয়া। পছন্দ করে শিমুল নামের এক ছেলেকে। কিন্তু নতুন একজনকে পেয়ে মহুয়াকে সে ভুলে যায়। শিমুল এভাবে ছেড়ে চলে যাওয়ায় মহুয়া খুব কষ্ট পায় এবং কিছুটা স্বাভাবিকতা হারিয়ে ফেলে। ভাই-ভাবি হাওয়া বদলের জন্য তাকে নিয়ে ঢাকায় আসে। অন্যদিকে চাকরির বদলিজনিত কারণে ঢাকায় আসে সৌনক। ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে পরিচয় হয় মহুয়ার সঙ্গে তার পরিচয় হয়। কথা প্রসঙ্গে জানতে পারে, তারা একই এলাকার। একসময় মহুয়ার ভাই-ভাবি বোনের বিষয়ে সবকিছু বলে সৌনককে। সাহায্য করতে গিয়ে সে দুর্বল হয়ে পড়ে মহুয়ার প্রতি। একদিন হুট করে আবার ফিরে আসে শিমুল। জানায়, সে ভুল করেছে। এখন কী করবে মহুয়া? জানতে হলে দেখতে হবে ‘দূরে কোথায়’ নাটকটি। তারেক রেজা রহমান সরকারের পরিচালনায় এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাফা কবির। দীপ্ত টিভিতে ঈদের দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটকটি।

    খায়রুল বাসার বলেন, “ঈদে বেশ কিছু নাটকের কাজ করেছি। প্রতিটি গল্পেই রয়েছে ভিন্নতা। সেই সঙ্গে বৈচিত্রতা আছে চরিত্রগুলোয়ও। ‘দূরে কোথায়’ নাটকের গল্পটি চমৎকার। চেষ্টা করেছি নিজের চরিত্র সঠিকভাবে ফুটিয়ে তুলতে। এখন দর্শক পছন্দ করলেই পরিশ্রম স্বার্থক হবে।” সাফা কবির বলেন, ‘গল্পে ভিন্নতা থাকলে কাজ করতেও ভালো লাগে। এই নাটকে ভিন্ন স্বাদ আছে। আমার অভিনীত চরিত্রটিও ভালো লেগেছে। সবমিলিয়ে কাজটি করে প্রশান্তি পেয়েছি। আশা করছি, ঈদে এত এত নাটকের ভিড়ে আমাদের এই কাজটিও দর্শক পছন্দ করবেন।