Skip to content

যাত্রার সময় বমির প্রবণতা কমাতে যেসব নিয়ম মানবেন

    যাত্রার সময় বমির প্রবণতা কমাতে যেসব নিয়ম মানবেন prothomasha.com

    ঈদযাত্রায় ভোগান্তি যতই থাকুক, নাড়ির টানে বাড়ির পানে ছুটে যান বহু মানুষ। যানজট কিংবা যানবাহনের জন্য অপেক্ষা ছাড়াও কিন্তু শারীরিক অসুবিধার কারণে কারও কারও যাত্রাপথের ভোগান্তি বাড়ে। যেমন বমির প্রবণতা। ভ্রমণের সময় অনেকেই ভোগেন এ সমস্যায়। তবে কিছু বিষয় খেয়াল রাখলে এ প্রবণতা অনেকটাই কমে আসে। জেনে রাখুন সেসবই—