ধর্ষণ মামলায় অনেক কাঠখড় পুড়িয়ে ১৪ মাস জেল হাজতে থাকার পরে সবে জামিন মিলেছে। কোথায় একটু শান্তিতে থাকবেন, কিন্তু সেটা আর হচ্ছে কোথায়? আবারও একটি মামলায় ফেঁসে যাচ্ছেন ব্রাজিলের সাবেক ফুটবলার। এবার ব্রাজিলের আদালতে চুরির মামলা হয়েছে দানি আলভেসের নামে। এ মামলায় আদালতের মুখোমুখি হতে হবে সাবেক বার্সা রাইট ব্যাককে। না, আলভেস কারও বাসায় গিয়ে চুরি করেননি। দক্ষিণ আমেরিকার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গীতিকার জুলিয়ানো ম্যাথিউস ও থিয়াগো ম্যাথিউস আলভেসের নামে মামলা করেছেন। ব্রাজিলিয়ান ফুটবলারের নামে কয়েক বছর আগে প্রকাশিত হওয়া এক গান চুরির অভিযোগ তুলেছেন তাঁরা।
দাবি করেছেন, কোভিড-১৯ মহামারিতে ভুল তথ্য ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে জাতিসংঘের একটি প্রকল্পের অংশ হিসেবে ‘আভিয়াও’নামের একটি গান লিখেছিলেন। পরবর্তীতে আলভেসের নেতৃত্বে কার্লিনহোস ব্রাউন, ফ্যাবিও জুনিয়র, নান্দো রেইস, সান্দ্রা দে সা ও রবার্তা মিরান্ডার মতো সংগীতশিল্পী এ গানের কাজে যুক্ত হন। দুই অভিযোগকারীর দাবি, সেই গান প্রচারের সময় সাবেক ফুটবলার আলভেস ‘প্রতারণামূলকভাবে প্রকৃত নির্মাতাদের নাম বাদ দিয়েছেন।’ তারা আরও অভিযোগ করেন, এ কাজটি ভুল তথ্য প্রতিরোধে, অথচ জাতিসংঘ ভুয়া লেখকের নাম ব্যবহার করেছে। আলভেসের নামে অভিযোগ দায়ের প্রসঙ্গে তারা বলেছেন, ‘কাজটি এককভাবে দানি আলভেসের তত্ত্বাবধানে হয়েছিল।’
এদিকে আলভেস এখন স্পেনে অবস্থান করছেন। সম্প্রতি তিনি ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন। থার্টিফার্স্ট নাইটের পার্টিতে এক তরুণীকে ধর্ষণের দায়ে সাড়ে চার বছরের জেল হয়েছিল আলভেসের। গ্রেফতারের পর মামলার তদন্ত চলাকালেই প্রায় ১৪ মাস জেল খেটেছেন তিনি। মূলত গত ফেব্রুয়ারিতে আলভেসকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিল বার্সেলোনার একটি আদালত। সে রায়ের বিরুদ্ধে আপিল করেন ব্রাজিলিয়ান ফুটবলার।
এ আপিলের নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত শর্ত সাপেক্ষে আলভেসের জামিন মঞ্জুর করেছে স্প্যানিশ আদালতটি। শর্ত অনুযায়ী, ১০ লাখ ইউরো (প্রায় ১১ কোটি ৮৫ লাখ টাকা) জরিমানা দিয়েছেন তিনি। এছাড়া স্পেন ছেড়ে কোথাও যেতে পারবেন না আলভেস। তাঁর ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট দুটিও স্পেনের আদালতে জমা দেওয়া আছে। এখন দেখার বিষয়, স্পেনে থাকা আলভেসের নতুন মামলা ব্রাজিলের আদালতে কতদূর গড়ায়।