Skip to content

দেশে সবুজ পোশাক কারখানার সংখ্যা এখন ২১৪

    দেশে সবুজ পোশাক কারখানার সংখ্যা এখন ২১৪ prothomasha.com

    দেশের রপ্তানি আয়ের ৮৪ ভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে। প্রায় এক যুগ আগে রপ্তানির প্রধান এ খাতে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা ছিল মাত্র একটি। সেই সংখ্যা বেড়ে এখন ২১৪টিতে দাঁড়িয়েছে।এ খাতের উদ্যোক্তারা জানান, সবুজ কারখানা তৈরি পোশাক পণ্যের রপ্তানি বাড়াতে বড় অবদান রাখছে।রোববার (২৪ মার্চ) পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিড সনদ পেয়েছে আরও একটি পোশাক কারখানা। এ নিয়ে দেশের সবুজ কারখানা বেড়ে হলো ২১৪টি।