Skip to content

তারাবি নামাজের কাজা পড়ার বিধান 

    তারাবি নামাজের কাজা পড়ার বিধান prothomasha.com

    ফরজ রোজা পালনের জন্য যেসব সুন্নতের ওপর গুরুত্ব দিয়ে আমল করতে হয় তার একটি তারাবি নামাজ। তারাবি নামাজের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে।তারাবি নামাজ সুন্নত। ফরজ নয়।

    তারাবি নামাযের কোন কাজা নেই। তাই পরবর্তীতে কাজা করার কোন সুযোগ নেই। পড়লে তা নফল হবে। তারাবি নামাজের কাজা হবে না।