জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তার জন্মসাল ভুল করেছেন মাদারগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন আয়োজনে খরকা হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, জাতির পিতা আজীবন থাকবেন আমাদের মাঝে। তিনি ১৯৯০ সালে জন্ম নিলেও আমাদের মাঝে, প্রতিটি স্বাধীনতাকামী, মুক্তিকামী মানবতাকামী মানুষের মাঝে বেঁচে থাকবেন। প্রত্যেক বাঙালি ওনার আদর্শকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, এই হোক আমাদের অঙ্গীকার।উনার এই বক্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে জেলা জুড়ে চলছে নানান আলোচনা ও সমালোচনা।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত সাংবাদিকদের বলেন, ‘বক্তব্য আমি দিয়েছি, বক্তব্যে শুরুতে ১৯২০ বলেছি। অনেকগুলো সাল বলেছিলাম। অনেকগুলো সাল বলার মাঝখানে কোনো এক সময় হয়তো স্লিপ অব টাং ১৯৯০ বলেছি। ১৯৯০ যে বলেছি সেটি আমি খেয়াল করিনি।’