পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, ডিম ও দুধ বিক্রি শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর। রোববার দুপুরে রাজধানীর ফার্মগেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
উদ্বোধনের আগে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে রাজধানীর ২৫টি স্থানে আমিষের চাহিদা মেটাতে এসব পণ্য বিক্রি করা হবে। এক্ষেত্রে ৬০০ টাকায় গরুর মাংস, ৯০০ টাকায় খাসির মাংস, ড্রেসড ব্রয়লার কেজি ২৫০ টাকা, ডিম প্রতি ডজন ১১০ টাকা এবং প্রতি লিটার দুধ ৮০ টাকা দরে বিক্রি করবে মন্ত্রণালয়।
এছাড়াও পাঁচটি স্থানে স্থায়ীভাবে মাংস বিক্রি করা হবে। এই কার্যক্রমে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন।এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান বলেন, যতদিন মানবিক দায়িত্ববোধ থাকবে, ততদিন দায়িত্ব পালন করে যাবো। ভাত মাছের অভাবে কেউ কষ্ট করবে না বলেও মন্তব্য করেন তিনি।