৯২ বছর বয়সে পঞ্চমবারের মতো বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ‘মিডিয়া ব্যারন’রুপার্ট মার্ডক। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটি বাগানবাড়িতেই বসতে চলেছে বিবাহের আসর।রুপার্টের হবু স্ত্রী এলিনা জুকোভা রাশিয়ার মস্কোর বাসিন্দা। পেশায় অনুজীব বিশেষজ্ঞ ৬৭ বছরের এলিনার সঙ্গে গত বছর থেকে প্রেম করা শুরু করেন রুপার্ট।
সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত বছর তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডেংয়ের বান্ধবী এলিনা জুকোভার সঙ্গে রুপার্ট মার্ডকের পরিচয় হয়। এর পর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাত মাস প্রেম করার পর জুনে বিয়ে করার পরিকল্পনা করেছেন তারা। রুপার্টের ক্যালিফোর্নিয়ার বাসভবন মোরাগায় চার হাত এক হতে চলেছে।এলেনা একজন আনুবিক জীববিজ্ঞানী। দীর্ঘদিন ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জলস (ইউসিএলএ)’-এ চিকিৎসা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
এলেনা নিজেও এর আগে দুবার বিয়ে করেছেন। তাদের মধ্যে একজন রাশিয়ার নামী ব্যবসায়ী আলেকজান্ডার জুকোভা। ১৯৯১ সালে কন্যা দাশা জুকোভাকে নিয়ে রাশিয়া ছাড়েন এলেনা। তার পর থেকে তিনি আমেরিকাতেই বাস করছেন।এলেনার কন্যা দাশা রাশিয়ার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ২০০৮ সালে রাশিয়ার ধনকুবের তথা ফুটবল ক্লাব চেলসি এফসির সাবেক মালিক রোমান আব্রামোভিচকে বিয়ে করেন তিনি। ২০১৯ সালে দুজনের বিচ্ছেদ হয়।এর আগে প্যাট্রিসিয়া বুকার নামের অস্ট্রেলিয়ার এক বিমানকর্মী, স্কটল্যান্ডের সাংবাদিক অ্যানা ম্যান এবং চীনা ব্যবসায়ী ওয়েন্ডি ডেংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রুপার্ট। চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে ২০২২ সালে রুপার্টের বিবাহবিচ্ছেদ হয়। চার বিয়ে থেকে ছয় সন্তান রয়েছে রুপার্টের।
উল্লেখ্য, ১৯৫০ সাল থেকে রুপার্ট মার্ডকের উত্থান শুরু হয়। প্রথমে তিনি অস্ট্রেলিয়ার নিউজ অব দ্য ওয়ার্ল্ড এবং পরে ব্রিটেনের দ্য সান পত্রিকার মালিক হন। পরে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক নিউ ইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের মালিকানাও পান। ১৯৯৬ সালে তিনি চালু করেন ফক্স নিউজ নামের বহুল প্রচারিত টিভি চ্যানেল। ২০১৩ সাল নাগাদ বিশ্বে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে কয়েকশ সংবাদমাধ্যমের মালিকে পরিণত হন রুপার্ট মার্ডক।এ বছরের শুরুর দিকে ফক্স কর্পোরেশন এবং নিউজ কর্পোরেশনের দায়িত্ব ছেলেদের হাতে দিয়ে চেয়ারম্যানের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন রুপার্ট মার্ডক।