জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে এবার হচ্ছে জয় বাংলা কনসার্ট। তবে এবারের আয়োজনের ভিন্নতা হলো, প্রথমবারের মতো এটি আয়োজিত হচ্ছে ঢাকার বাইরে, চট্টগ্রামে।প্রতি বছর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতো এটি। প্রথমবারের মতো চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন হবে।
বরাবরের মতোই এ আয়োজন করছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’আয়োজকরা জানান, ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে অনলাইনে নিবন্ধনকারী দর্শকরা এ আয়োজন উপভোগ করতে পারবেন।
পারফর্ম করবে এ সময়ের আলোচিত ৯ ব্যান্ড আর্টসেল, লালন, ক্রিপটিক ফেইট,নেমেসিস, চিরকুট, মেঘদল, অ্যাভয়েড রাফা, কার্নিভাল ও তীরন্দাজ।জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় দর্শকের জন্য খোলা হবে। মূল আয়োজন শুরু হবে দুপুর ২টায়। পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।