Skip to content

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠেছে প্রায় আড়াই কোটি টাকা

    ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠেছে প্রায় আড়াই কোটি টাকা prothomasha.com

    ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা নতুন কিছু নয়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই গ্যালারি ভর্তি দর্শক। স্টেডিয়ামের একটি সিট তো ফাঁকা থাকেই না উল্টো স্টেডিয়াম কর্তৃপক্ষকে স্ট্যান্ডিং টিকিট ছাড়তে হয়।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মহারণ নিয়ে রীতিমতো দর্শকদের উন্মাদনা সব কিছু ছাড়িয়ে গিয়েছে।

    ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রথমবারের মতো আমেরিকায় দুই এশিয়ান পরাশক্তির ম্যাচ দেখতে দর্শকরা উদগ্রীব হয়ে আছে। যার কারণে ম্যাচের একটি টিকিটের মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা।

    এমনটাই হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে। বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকান দুইটি টিকিট বিক্রি প্রতিষ্ঠান। ‘স্টাব হাব ও সিটগিক’ নামের দুইটি টিকিট বিনিময় এবং পুনবিক্রয় কোম্পানির ওয়েবসাইটে ভারত-পাকিস্তানের ম্যাচের সর্বাধিক মূল্যের টিকিটের দাম ২ লাখ ২৫ হাজার ডলার।  গত ওয়ানডে বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচ টিকিটের মূল্য পুনবিক্রয় ওয়েবসাইটে ৫০ লাখ টাকা ছাড়িয়ে গিয়েছিল।

    দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ এই ম্যাচের মূল্য আকাশ ছোঁবে তা অনুমিত ছিল। আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে ভারত-পাকিস্তানের টিকিটের প্রাথমিক মূল্য ৪০০ ডলার। তবে টিকিট বিনিময় এবং পুনবিক্রয় কোম্পানির ওয়েবসাইটে টিকিটের মূল্য দাঁড়িয়েছে ৪০ হাজার ডলার। কয়েকটি ওয়েবসাইটে একেবারেই ন্যূনতম টিকিটের মূল্য দাঁড়িয়েছে ১২৫৯ ডলার।

    ভারত-পাকিস্তানের মধ্যকার সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে। যেখানে ৯০ হাজার ২৯৩ জন সেই ম্যাচ মাঠ থেকে বসে দেখেছিলেন। তবে এবার নিউইয়র্কে কেবল মাত্র ৩৪ হাজার দর্শক সুযোগ পাবেন ভারত-পাকিস্তান ম্যাচ দেখার। আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে দুই দলের মহারণ।