Skip to content

নদীতে ভাসছিল যুবকের মরদেহ, ভাইয়ের দাবি হত্যা

    নদীতে ভাসছিল যুবকের মরদেহ, ভাইয়ের দাবি হত্যা prothomasha.com

    শরীয়তপুরের জাজিরা কাজীরহাট এলাকায় নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীরহাট এলাকায় পদ্মার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহটি স্থানীয় জামাল শিকারীর বলে দাবি করেছেন তার স্বজনরা। তিনি ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন বলে তারা জানান।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জামাল শিকারী পেশায় নছিমন চালক। বিয়ে না করে ভবঘুরে জীবনযাপন করতেন। অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন তিনি। আজ দুপুর ২টার দিকে কাজীরহাট এলাকার নতুন ব্রিজ সংলগ্ন পদ্মার শাখা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহ ভেসে এসেছে এমন খবরে আশেপাশের লোকজন এসে ভিড় করেন। এ সময় মরদেহটি জামাল শকারীর বলে চিহ্নিত করেন তার স্বজনরা। বিষয়টি নৌ পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

    নিহত জামালের বড় ভাই বাচ্চু শিকারী বলেন, ‘আমার ভাই জামাল শিকারীর মরদেহ পাওয়া গেছে। জামাল ভবঘুরে প্রকৃতির লোক ছিল। তাকে হত্যা করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাই।’ মাঝিরঘাট নৌ-পুলিশের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, কাজীরহাট এলাকায় নদীতে একজনের মরদেহ ভেসে আসে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। কেউ যদি অভিযোগ করেন, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।