Skip to content

সিলেটে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    সিলেটে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা prothomasha.com

    গ্যাস সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সিলেট জেলার পরিবহন শ্রমিকরা। বুধবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পরিষদের ডাকা এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

    শ্রমিকরা বলছেন, প্রতি মাসের ১৮ থেকে ২০ দিন পর সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। ফলে তারা চরম ভোগান্তিতে পড়েন। এছাড়া বিভিন্ন সময় মিথ্যা মামলায় শ্রমিকদের হয়রানি করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের কাছে এসব সমস্যা সমাধানের দাবি জানালেও আশ্বাস ছাড়া কিছুই পাননি তারা। সরেজমিনে দেখা যায়, ধর্মঘটের কারণে দূরপাল্লার কোনো যানবাহন সিলেট ছেড়ে যাচ্ছে না। বিপাকে পড়েছেন পর্যটকরাও।

    সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন বলেন, দাবি মানা না হলে আগামীকাল থেকে বিভাগজুড়ে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালিত হবে। তিনি বলেন, গ্যাস সংকট নিরসনের লক্ষ্য নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী-এমপিদের কাছে গিয়েও সমাধান পাওয়া যায়নি। তাই আমরা ধর্মঘট করতে বাধ্য হচ্ছি।

    এদিকে, ভোর থেকে শুরু হওয়া শ্রমিক ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। ট্রেনের অগ্রিম টিকিট না কিনেই গন্তব্যে পৌঁছানো নিয়ে চিন্তিত অনেকেই। কর্মজীবী মানুষের পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদেরও গাড়ির জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মনিরা বেগম ময়মনসিংহ থেকে সিলেটে আসেন। মনিরা বলেন, পরিদর্শনে গিয়ে বিপদে পড়েছি। ট্যুরিস্ট স্পটে যেতে পারি না, ফিরতে পারি না। কোনো সিএনজি বা বাস চলছে না।