Skip to content

নারায়ণগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

    নারায়ণগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার prothomasha.com

    নারায়ণগঞ্জ সদর উপজেলার সোনারগাঁয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলার আসামি আলী আহাম্মদকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব–১১। গতকাল রোববার বিকেলে সোনারগাঁ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আলী আহাম্মদ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিভিটা এলাকার মৃত হজরত আলীর ছেলে। রাতে র‍্যাব–১১ সিপিসি-১–এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মামলার সূত্রে জানা যায় যে নিহত রজ্জব আলী একজন অটোরিকশাচালক ছিলেন। ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টার দিকে তিনি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে রাস্তায় নামেন। ওই দিন কয়েকজন তাঁকে শ্বাস রোধ করে হত্যা করেন। পরে তাঁর লাশ গুম করার উদ্দেশ্যে সোনারগাঁ উপজেলার একটি রাস্তার পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তাঁরা। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    এ ঘটনায় রজ্জব আলীর ছেলে সানাউল্লাহ (৩০) বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। এরই ধারাবাহিকতায় গতকাল আসামি আলী আহাম্মদকে গ্রেপ্তার করা হয়।