Skip to content

স্বর্ণ ভালুক জিতলেন কে?

    স্বর্ণ ভালুক জিতলেন কে? prothomasha.com

    আফ্রিকার অনেক দেশই একসময় ইউরোপের উপনিবেশ ছিল। অনেক মূল্যবান রত্ন আফ্রিকা থেকে লুট হয়ে চলে গেছে ইউরোপে। লুণ্ঠিত এসব সম্পদ আফ্রিকায় ফিরিয়ে আনার গল্প নিয়ে তৈরি হয়েছে এক ঘণ্টার তথ্যচিত্র ‘ডাহুমে’; গত রাতে ৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ ভালুক জিতেছে মাতিও ডিওপ পরিচালিত এই তথ্যচিত্র। খবর এএফপিরএ সময়ের তরুণ নির্মাতাদের মধ্যে পরিচিত নাম মাতিও ডিওপ। ২০১৯ সালে রোমান্টিক ড্রামা সিনেমা ‘আটলান্টিকস’ বানিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। সে বছর কান উৎসবে স্বর্ণ পামের জন্যও প্রতিযোগিতা করেছিল সিনেমাটি।

    এবার বার্লিনে এসে সর্বোচ্চ পুরস্কার জিতলেন সেনেগালের বংশোদ্ভূত এই ফরাসি নির্মাতা।এবার স্বর্ণ ভালুকের দৌড়ে ছিল ২০টি সিনেমা। এর মধ্যে ‘ডাহুমে’কেই বেছে নেন অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ঙ্গের নেতৃত্বাধীন জুরি বোর্ড।পুরস্কার জেতার পর প্রতিক্রিয়ায় ডিওপ বলেন, ‘সিনেমাটি যে সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে, এ পুরস্কার কেবল তাদেরই সম্মানিত করেনি বরং আমাদের বুঝিয়েছে যে পুনঃপ্রতিষ্ঠা অর্থ কী? পুনঃপ্রতিষ্ঠা হলো ন্যায়বিচার।’শৈল্পিক ঘরানার সিনেমার জন্য পরিচিত দক্ষিণ কোরীয় নির্মাতা হং সাং-সু গ্রান্ড জুরি পুরস্কার জিতেছেন তাঁর নতুন সিনেমা ‘আ ট্রাভেলার্স নিডস’-এর জন্য। সিনেমাটিতে তিনি তৃতীয়বারের মতো কাজ করেছেন প্রখ্যাত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার্টের সঙ্গে।

    পুরস্কার পাওয়ার পর জুরিদের ধন্যবাদ জানিয়ে রসিকতা করেন এই নির্মাতা। বলেন, ‘আমি জানি না, আপনারা সিনেমাটিতে ঠিক কী খুঁজে পেয়েছেন।’দ্য এম্পায়ার’-এর জন্য তৃতীয় সেরা পুরস্কার জিতেছেন ফরাসি পরিচালক বুনো দুমো। ‘আ ডিফারেন্ট ম্যান’-এ অভিনয়ের জন্য সেরা পারফরমারের রৌপ্য ভালুক পুরস্কার জিতেছেন সেবাস্তিয়ান স্টান। এ ছাড়া ডোমিনিকান নির্মাতা নেলসন কার্লো ডে লস সান্তোস আরিয়াস জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার।১৫ ফেব্রুয়ারি উৎসব শুরু হয় বেলজিয়ান নির্মাতা টিম মিল্যান্টসের সিনেমা ‘স্মল থিংস লাইক দিস’ দিয়ে।