Skip to content

খুলনার ভাগ্য আর খুলল না, চট্টগ্রামের তামিম এগিয়ে দিলেন ‘চাঁটগাঁ’র তামিমকে

    খুলনার ভাগ্য আর খুলল না, চট্টগ্রামের তামিম এগিয়ে দিলেন ‘চাঁটগাঁ’র তামিমকে prothomasha.com

    এটা নাকি ছিল বিপিএলের অলিখিত কোয়ার্টার ফাইনাল! তাতে এমন একপেশে লড়াই!চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জিতলে তাদের প্লে-অফ নিশ্চিত, আর খুলনা টাইগার্স জিতলে তারা এগিয়ে থাকবে প্লে-অফে ওঠার ত্রিমূখী সমীকরণে…এটাই ছিল চট্টগ্রামে আজকের ম্যাচের সমীকরণ। কিন্তু ‘ঘরের মাঠে’ আজ চট্টগ্রাম যেন দাঁড়াতেই দিল না খুলনাকে!

    এক তানজিদ তামিমের রান করতেই তো খুলনা টাইগার্স ঘেমে নেয়ে গেল, জেতার কথা আর ভাববে কী! চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ তামিম করেছেন ১১৬ রান, ওই রান করতে করতেই খুলনা টাইগার্সের ৭ ব্যাটসম্যান আউট! হার-জিতের হিসাব আর করার দরকার পড়ে?হিসেব হতে পারে খুলনার হারের ব্যবধানের। তানজিদ তামিমের সেঞ্চুরিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করেছিল ৪ উইকেটে ১৯২, জবাব দিতে নেমে খুলনা এক বল বাকি থাকার সময়ে অলআউট ১২৭ রানে। ৬৫ রানের এই জয়ে চট্টগ্রামের (১২ ম্যাচে ১৪ পয়েন্ট) প্লে-অফের এলিমিনেটরে খেলা নিশ্চিত হয়ে গেল।

    রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম – তিন দল তো হয়ে গেল, এখন হিসাবটা বাকি আর এক দলের। সেটি তামিম ইকবালের ফরচুন বরিশাল হবে নাকি আফিফদের খুলনা, সেটাই দেখার। তবে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ে সুবিধা হলো বরিশালের হয়ে খেলা চাঁটগা বা ‘চট্টগ্রামের ছেলে’ তামিমের।১১ ম্যাচে ১২ পয়েন্ট তামিমদের, তাদের পরের ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে। আর খুলনার পয়েণ্ট ১১ ম্যাচে ১০, তাদের শেষ ম্যাচটা সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে। তা তামিমের বরিশাল যদি শেষ ম্যাচে হেরে যায় আর খুলনা নিজেদের ম্যাচটা জেতে, তাতে দুই দলেরই পয়েন্ট ১২ হবে। কিন্তু রানরেটে তামিমরা এতই এগিয়ে যে, হিসেবটা মেলাতে গেলে শেষ ম্যাচে খুলনার জন্য সমীকরণটা হবে – নিজেদের বড় ব্যবধানে জয়ের পাশাপাশি তামিমদের বড় ব্যবধানে হার। এতটা মেলানো সম্ভবত কঠিনই হবে!