Skip to content

আলপনা-বর্ণমালায় সাজছে শহীদ মিনার

    আলপনা-বর্ণমালায় সাজছে শহীদ মিনার prothomasha.com

    অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। দিবসটি উপলক্ষে সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ মুহূর্তের কাজ করা হয়। পরিচ্ছন্নতা ও রং করতে ব্যস্ত শ্রমিকরা। আল্পনা ও বর্ণমালায় রাঙানো হচ্ছে শহীদ বেদী। লাখো মানুষের শ্রদ্ধা জানাতে প্রায় প্রস্তুত শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভীড় জমাবে শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদি।

    নিরাপত্তার স্বার্থে ১লা ফেব্রুয়ারির আগেই মিনার প্রাঙ্গণে সতর্কতা নেওয়া হয়েছে। মিনারের চারপাশে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। চারদিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। এর আগে ১১ ফেব্রুয়ারি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সোমবার (১৯ ফেব্রুয়ারি) বলেছিলেন, শহীদ দিবসকে ঘিরে কোনো হুমকি না থাকলেও রাজধানীজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার সহ। .

    হাবিবুর রহমান আরও জানান, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ একাধিক সহায়তা দল শহীদ মিনার প্রাঙ্গণে থাকবে। এ ছাড়া ড্রোন টহল, সাইবার টহল ও গোয়েন্দা টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ভোর ৩টা পর্যন্ত ২১ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের অন্তত ১৩টি সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমপি। এ সময় বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।