শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবের ভুয়া পরিচয়ে মাদ্রাসাশিক্ষকদের কাছ থেকে চার কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বৃহস্পতিবার ঢাকা ও গাইবান্ধা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আসাদুজ্জামান মানিক (৪৭) ও আবদুল গফ্ফার (৭৭)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিবিআই ঢাকা উত্তর বিভাগ।
পিবিআই বলছে, মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের ও নতুন নিয়োগপ্রাপ্ত গ্রন্থাগারিকদের বেতন–ভাতা নিয়মিত করার আশ্বাস দিয়ে এ দুজন প্রতারণা করে আসছিলেন। পাশাপাশি এমপিওভুক্ত বাতিল করার হুমকি দিয়ে বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎ করেছেন। প্রতারক চক্রের সদস্যরা বরিশালের ভোলা, বরগুনা ও নাটোরের অন্তত ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের বহু শিক্ষকের কাছ থেকে টাকা নিয়েছেন।
পিবিআই আরও বলেন, এই চক্রের সদস্যরা ২০২১ সাল থেকে প্রতারণা করে আসছিলেন। তাঁরা শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ৪ লাখ থেকে ১৩ লাখ টাকা করে নিয়েছেন।