মহাকাশের পথে পাড়ি জমিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন স্যাটেলাইট ইনস্যাট–৩ডিএস। এই স্যাটেলাইট আবহাওয়ার খবর দেবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে পাঁচটায় দেশটির অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে ইনস্যাট-৩ডিএস উপগ্রহ নিয়ে যাত্রা শুরু করে ইসরোর রকেট ‘নটি বয়’ বা ‘দুষ্ট ছেলে’।
এর আগে ১৫ বার মহাকাশে পাড়ি দিয়েছে এই দুষ্ট ছেলে, যার আসল নাম জিএসএলভি রকেট। তবে এর মধ্যে ছয়বার যান্ত্রিক ত্রুটির জন্য মহাকাশযাত্রা সফল হয়নি। এবার শেষ বারের পরীক্ষা সফল হয় কিনা—সেটিই দেখার বিষয়। ইসরো জানিয়েছে, নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হয়েছে। পৃথিবীর কক্ষপথে সেটিকে নিরাপদে বসিয়ে দিলেই ইসরোর মুকুটে ফের নতুন পালক জুড়বে। এর আগে চাঁদ ও সূর্যের কাছে যান পাঠিয়েছে তাঁরা।
‘দুষ্ট ছেলের’ পুরো নাম জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এই ডাকনাম দিয়েছেন ইসরোর সাবেক এক চেয়ারম্যান। রকেটটির মতিগতি বুঝতে রীতিমতো হিমশিম খেয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। তাই আদর করে সেটির নাম রাখা হয়েছে ‘দুষ্ট ছেলে’। এই রকেটের হাবভাবও নাকি দুষ্ট ছেলেরই মতো। সে ভারী ডানপিটে। যদি রকেটের মুড ঠিক থাকে, তাহলেই মহাকাশযাত্রা সফল হয়। আর যদি বিগড়ে যায় তাহলেই ব্যর্থ।
সংবাদমাধ্যম দ্য ওয়াল বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে বেড়েই চলেছে ভয়ংকর ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল তুষারপাত, বন্যা, ভয়ংকর দাবানল। এর গ্রাসে ছাই হয়ে যাচ্ছে সবুজ বনভূমি। এমন আবহাওয়াকে হাতের মুঠোয় আনতেই ইসরোর ইনস্যাট-৩ডিএস যাচ্ছে মহাকাশে। পৃথিবীর নিম্নকক্ষে বসে জলবায়ুর গতিপ্রকৃতির দিকে নজর রাখবে ইনস্যাট। লক্ষ্য করবে সাগর-মহাসাগরকে। দুর্যোগ আসবে কিনা তার আগাম বার্তা পাঠাবে।