Skip to content

জয়পুরহাটের সড়কে গেল কাউন্সিলরের প্রাণ

    জয়পুরহাটের সড়কে গেল কাউন্সিলরের প্রাণ prothomasha.com

    জয়পুরহাটে শ্যালোইঞ্জিন চালিত গরুবোঝাই ভটভটি উল্টে ক্ষেতলাল পৌরসভার এক কাউন্সিলর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহত কাউন্সিলরের নাম আলম হোসেন মৃধা। আজ শনিবার বিকেল ৪টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে একটি গরু বিক্রি করার জন্য জয়পুরহাট শহরের নতুন হাটের গো হাটিতে যান জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী মৃধা পাড়ার বাসিন্দা ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলম হোসেন মৃধা। বিকেলে হাট থেকে একটি গরু কিনে ব্যাটারি চালিত ভটভটিতে চড়ে অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে বাসায় ফিরছিলেন। তখন ভটভটিতে অন্যান্য ব্যবসায়ীদের গরুও ছিল।

    পথিমধ্যে বেলতলী এলাকায় ভটভটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে কাউন্সিলর আলম হোসেন মৃধা ঘটনাস্থলেই মারা যান এবং ভটভটিতে থাকা আরও ৩ জন আহত হন। এছাড়া ভটভটিতে থাকা দুটি গরু মারা যায়। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

    জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় বাসিন্দা আসলাম হোসেন জানান, এ দুর্ঘটনায় কাউন্সিলর আলম ঘটনাস্থলেই মারা গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ভটভটিতে থাকা ২টি গরুও মারা গেছে।

    ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোহার হোসেন বলেন, বেলতলী এলাকায় ভটভটি দুর্ঘটনায় আলম মৃধা নেমের একজন মারা গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আলমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।