গেল মাসের গোড়ার দিকের ঘটনা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়ে মাঠে উল্লাস করছে লিভারপুল। এর মধ্যেই লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ হঠাৎ খেয়াল করলেন যে তাঁর আঙুলে বিয়ের আংটিটি নেই। সঙ্গে সঙ্গে যেন দিশাহারা হয়ে গেলেন তিনি। দলের ফুটবলাররা সবাই মিলে খুঁজতে লাগলেন। অবশেষে স্কাই স্পোর্টস টিভি ক্যামেরাম্যানের দৃশ্যধারণের সূত্র ধরে পাওয়া গেল সেই আংটি। স্বস্তির নিশ্বাস ফেলে ক্লপ বলেন, ‘গয়নাগাটি আমি খুব একটা পছন্দ করি না। কিন্তু এটি এমন একটি আংটি, যা ছাড়া আমি বাঁচতে পারব না। যে ক্যামেরাম্যান এটি খুঁজে পেলেন, তিনি আমার নায়ক। ২০২৪ সালের নতুন নায়ক আমার।’গত বছর অভিষেক ও ঐশ্বরিয়ার অনামিকায় বিয়ের আংটি না দেখে তাঁদের বিচ্ছেদের জোর গুঞ্জন উঠেছিল। অর্থাৎ এটি এমন একটি আংটি, অনামিকায় যার উপস্থিতি বা অনুপস্থিতি সম্পর্ক বা বিচ্ছেদের চিহ্ন বহন করে।
বিয়ের আংটি কেবল মামুলি অলংকার নয়, দুজন নর-নারীর মধ্যকার শাশ্বত প্রেম ও প্রতিশ্রুতির প্রতীক। সস্তা বা দামি, সোনা, রুপা বা হীরা, ছোট বা বড়—যা–ই হোক, যেমনই হোক, এই আংটির মানে ও মূল্য সব সময় অভিন্ন। অতি প্রাচীনকাল থেকেই মানবসমাজে বিবাহপ্রথার সঙ্গে এই অলংকার জড়িয়ে আছে। বিশ্বজুড়ে প্রায় সব ধর্মে, জাতিতে, সংস্কৃতিতেই আছে এর চল। আজ ৩ ফেব্রুয়ারি, বিয়ের আংটি দিবস। কবে কীভাবে এই দিবসের চল হয়েছিল, স্পষ্ট করে জানা যায় না। তাতে কী! এমন একটি দিন তো পালন করাই যায়। যাঁরা ইতিমধ্যে বিয়ের কাজটি সেরে ফেলেছেন, তাঁরা কিন্তু বেশ আয়োজন করে পালন করতে পারেন। আর যাঁরা বিয়ে করেননি, বা যাঁদের বিয়ের কথা চলছে, আংটি বদলের জন্য দিনটিকে বেছে নিতে পারেন তাঁরা। ভালোবাসাবাসির অপূর্ব অলিখিত চুক্তি করে ফেলতে পারেন আজ।