২০১৮ আইপিএল থেকে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে চড়িয়েছেন দীপক চাহার। সাত বছর পর আইপিএলে তার ঠিকানা পরিবর্তন হলো। আসন্ন আইপিএলের জন্য তাকে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
গত মৌসুমে চেন্নাইয়ে তার সঙ্গে খেলেছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানও। এবার অবশ্য তাদের দুজনকেই ছেড়ে দিয়েছে চেন্নাই।
দীপক চাহারকে অবশ্য রেখে দেওয়ার চেষ্টা করেছিল চেন্নাই। সেজন্য পাঞ্জাব এবং মুম্বাইয়ের সঙ্গে ত্রিমুখী লড়াইয়েও অংশ নিতে হয় তাদের। তবে শেষ পর্যন্ত ৯ কোটি ২৫ লাখ রুপি খরচ করে মুম্বাই এই রেসে জয়ী হয়।
এর আগে সৌদি আরবের জেদ্দায় চলমান আইপিএল মেগা নিলামে দ্বিতীয় দিনে সবার আগে ডাকা হয় নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসন নাম। তবে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
এদিকে রোববার (২৪ নভেম্বর) মেগা নিলামের প্রথম দিনেই একাধিক চমক দেখা গেছে। সর্বকালের সবচেয়ে দামি আইপিএল খেলোয়াড় বনে গেছেন রিশাভ পান্ত। তাকে রেকর্ড ২৭ কোটি রুপি দিয়ে দলে টেনেছে লখনউ সুপার জায়ান্টস।
এছাড়া ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে পাড়ি জমিয়েছেন শ্রেয়াস আইয়ার। আর ভেঙ্কটেশ আইয়ার ফের দলে অন্তর্ভুক্ত করতে ২৩ কোটি ৭৫ লাখ রুপি খসাতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি স্পিনার বনে গিয়ে ১৮ কোটি রুপি পকেটে পুরেছেন যুজবেন্দ্র চাহাল। তাকে দলে টেনেছে পাঞ্জাব কিংস।