Skip to content

৭৫০ টাকার শার্ট বিক্রি হচ্ছিল ২৮৫০ টাকায়

    ৭৫০ টাকার শার্ট বিক্রি হচ্ছিল ২৮৫০ টাকায় prothomasha.com

    ৭৫০ টাকা দামে কেনা শার্টে বিক্রয়মূল্য লেখা ছিল ২৮৫০ টাকা। দোকানটিতে একদামে পোশাক বিক্রয় হয়। এই হিসাবে এক শার্টেই লাভ ২১০০ টাকা। অস্বাভাবিক এই দাম লেখার অপরাধে দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বৃহস্পতিবার এ জরিমানা করে। একইদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এমন আরও কয়েকটি দোকানে একই ধরনের অস্বাভাবিক দামের বিষয় ধরতে পেরে চারটি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে।

    চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘চুয়াডাঙ্গা নিউ মার্কেটের হৃদয় ফ্যাশান, আজিজ বস্ত্রালয়, প্রিন্স প্লাজা মার্কেটের মেসার্স স্টাইল ওয়ান ও শহরের কবরি রোডের ভাই ভাই ফুচকা হাউসে অভিযান চালিয়ে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।’

    এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রিন্স প্লাজা মার্কেটের মেসার্স স্টাইল ওয়ান প্রতিষ্ঠানে ৭৫০ টাকা দিয়ে কেনা শার্টে বিক্রয়মূল্য লেখা ছিল দুই হাজার ৮৫০ টাকা। একইভাবে নিউমার্কেটের হৃদয় ফ্যাশান ও আজিজ বস্ত্রালয়েও অস্বাভাবিক বিক্রয়মূল্য লেখা ছিল। ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য লেখা ছিল দুই-তিনগুণ বেশি। এসব অপরাধে হৃদয় ফ্যাশানকে ৫০ হাজার টাকা, আজিজ বস্ত্রালয়কে পাঁচ হাজার টাকা ও স্টাইল ওয়ানকে ৩০ হাজার টাকা এবং ভাই ভাই ফুচকা হাউসকে তিন হাজার টাকা জরিমানা করা  হয়েছে। দণ্ডপাওয়া সব প্রতিষ্ঠানের মালিকপক্ষ জরিমানার টাকা পরিশোধ করেছে।’