Skip to content

৩ লাখ টাকার চুক্তিতে বিএনপি নেতাকে হত্যা

    ৩ লাখ টাকার চুক্তিতে বিএনপি নেতাকে হত্যাprothomasha.com

    তিন লাখ টাকার চুক্তিতে বাগেরহাটে বিএনপি নেতা মো. সজিব তরফদারকে হত্যা করা হয়েছে। হত্যায় সরাসরি অংশ নেওয়া আসামি আবু বক্কর (৫৭) পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটা জানিয়েছেন।

    আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. তৌহিদুল আরিফ এসব কথা জানান।

    তিনি জানান, বাগেরহাটে বিএনপি নেতা মো. সজিব তরফদার হত্যায় সরাসরি অংশ নেওয়া আবু বক্কর নামের একজনকে আটক করেছে বাগেরহাট থানা পুলিশ। এ সময় এ ব্যক্তির কাছ থেকে ২টি পাইপ গান ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। বাকি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

    এসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার কাউখালি উপজেলার হুগলি বাটকা নামক স্থান থেকে আবু বক্কার শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মির্জাপুর-সাহাপাড়া এলাকার একটি নালা থেকে হত্যায় ব্যবহৃত একটি দোনালা পাইপগান, একটি একনালা পাইপগান, একটি ধারালো অস্ত্রের বাট, একটি লাল রংয়ের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

    এসপি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কার শিকদার হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। সরাসরি কিলিং মিশনে ৪ জন অংশগ্রহণ করেছিল। ৩ লাখ টাকা চুক্তিতে আবু বক্কার শিকদার ও তার সহযোগী এই কিলিং মিশনে অংশ নেন।

    উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে বাগেরহাট শহর থেকে মোটরসাইকেলে নিজ গ্রাম ডেমা যাওয়ার পথে বাগেরহাট-রামপাল সড়কের মির্জাপুরে গুলি ও কুপিয়ে বিএনপি নেতা মো. সজিব তরফদারকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার রাতে সজিবের স্ত্রী নাইমা ফারহানা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা করেন।