বাংলাদেশ নির্বাচন কমিশন জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ে ১৫টি পদে মোট ৩৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন ফি জমা শুরু হবে আগামী ১ অক্টোবর সকাল ৯টা থেকে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর (নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউটি টেস্ট উত্তীর্ণ হতে হবে।
২. পদের নাম: সাঁট-লিপিকার কাম কম্পিউটার (আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়)
পদ সংখ্যা: ৫
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।
৩. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (নির্বাচন কমিশন সচিবালয়)
পদসংখ্যা: ১
গ্রেড: ১০
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
যোগ্যতা: স্নাতক ও সমমানের ডিগ্রি এবং কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
৪. পদের নাম: ফিজিক্যাল ইন্সট্রাক্টর (পুরুষ ও মহিলা) (নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট)
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
যোগ্যতা: ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট।
৫. পদের নাম: উচ্চমান সহকারী (নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদসংখ্যা: ২১
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা।
৬. পদের নাম: স্টোর কিপার (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদসংখ্যা: ১৪
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি । কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা।
৭. পদের নাম: হিসাব সহকারী (নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদসংখ্যা: ১৩
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা।
৮. পদের নাম: চিকিৎসা সহকারী (নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট)
পদসংখ্যা: ২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৯. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদসংখ্যা: ১৬৭
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।
১০. পদের নাম: গাড়ি চালক (হালকা), (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।
১১. ডেসপাস রাইভার (নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট)
গ্রেড: ১৭
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
১২. পদের নাম: রেস্ট হাউজ কেয়ারটেকার (জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, কক্সবাজার)
পদসংখ্যা: ১
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ।
১৩. পদের নাম: অফিস সহায়ক (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদসংখ্যা: ১২২
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১৪. নিরাপত্তা প্রহরী (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদসংখ্যা: ৫
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১৫. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদসংখ্যা: ১০
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্য হতে হবে। কোটায় ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://ecs.teletalk.com.bdওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিককরুন।