Skip to content

১ ম্যাচ কম খেলেই বুমরাহর সমান উইকেট, তারপরও কেন দুইয়ে মোস্তাফিজ

    ১ ম্যাচ কম খেলেই বুমরাহর সমান উইকেট, তারপরও কেন দুইয়ে মোস্তাফিজ prothomasha.com

    ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নেমেছিলেন চেন্নাই সুপার কিংসের পেসার মোস্তাফিজুর রহমান। দুরন্ত বোলিংয়ে এই ম্যাচেও ২ উইকেট তুলে নেন তিনি। তাতে জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেলের সঙ্গে যৌথ সর্বোচ্চ ১৪ উইকেটের মালিক হলেন বাংলাদেশি এই পেসার। তবে ২ উইকেট নিলেও উইকেট সংগ্রাহকদের তালিকায় সবার ওপরে নেই মোস্তাফিজুর রহমানের নাম। এই তালিকায় সবার শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার বুমরাহ। আর তিনে পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল।

    বুমরাহ ৯ ম্যাচে শিকার করেছেন ১৪ উইকেট। সেখানে এক ম্যাচ কম খেলেই সমান উইকেটের মালিক মোস্তাফিজ। তারপরও কেন মোস্তাফিজের নাম শীর্ষে নেই? এখানেই চলে আসে নিয়মের ব্যাপারটি। নিয়ামানুযায়ী, তালিকার অবস্থান বিবেচনার ক্ষেত্রে সবার আগে প্রাধান্য পায় উইকেটসংখ্যা। এখানে এগিয়ে থাকলে আর কোনো হিসাবই বিবেচনায় আসবে না। এরপর বিবেচনা করা হয় ওভারপ্রতি রান দেওয়ার হার অর্থাৎ ইকোনমি। এখানেই বুমরাহর থেকে পিছিয়ে আছেন মোস্তাফিজ।

    ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া বুমরাহ ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৬৩ হারে। সেখানে মোস্তাফিজের ওভারপ্রতি রান দেওয়ার হার ৯.৭৫। ৩৬ ওভারে ২৩৯ রান দিয়েছেন বুমরাহ। যেখানে ৩২ ওভার ২ বলে ২৯৬ রান দিয়েছেন মোস্তাফিজ। ইকোনমির ক্ষেত্রে এই দুজনের চেয়ে পিছিয়ে হার্শাল। ওভারপ্রতি ১০.১৮ করে রান দিয়েছেন এই পেসার। ১৩ উইকেট নিয়ে পরের স্থানগুলোতে আছেন যথাক্রমে মাথিশা পাথিরানা, টি নটরাজন, মুকেশ কুমার ও যুজবেন্দ্র চাহাল।

    প্রথমদিকের দুরন্ত পারফরম্যান্সে বেশ কিছুদিন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি নির্দেশক পার্পল ক্যাপ ছিল মোস্তাফিজের দখলে। আবার সেটি ফিরে পাওয়ার জন্য একটি ম্যাচই হাতে আছে মোস্তাফিজের। আগামী ১মে চেন্নাই-পাঞ্জাব ম্যাচের পরই জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষে দেশে ফিরতে হবে মোস্তাফিজকে।  সুযোগ আছে নিজেকে ছাড়িয়ে যাওয়ারও। আইপিএলের এক আসরে মোস্তাফিজের সর্বোচ্চ উইকেট সংখ্যা ১৭টি। ২০১৬ সালে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন ‘দ্য ফিজ’। যদিও আর মাত্র ১টি ম্যাচে সেটি পেরোনো বেশ কঠিনই।