Skip to content

১৭ টাকার বিরোধের জেরে যুবক খুন

    ১৭ টাকার বিরোধের জেরে যুবক খুন prothomasha.com

    দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩৩)। মঙ্গলবার (২৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিঠার দোকানের কাছে ঘটনাটি ঘটে। নিহত মাহামুদুল হক উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর আজিমপুর এলাকার বদিউল আলমের ছেলে। এ ঘটনায় নিহত মাহামুদুলের বড় ভাই জিয়াবুল হক গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

    নিহত মাহামুদুলের বড় ভাই ব্যবসায়ী এনামুল হক বলেন, আমার ভাই এলাকায় একটি মাছের ফিডের কারখানায় সহকারী হিসেবে কাজ করত। গত রোববার সে কারখানার পাশে একটি চায়ের দোকানে চা খেয়ে ১৭ টাকা বাকি রাখে। বকেয়া টাকার জন্য চায়ের দোকানদার ফেরদৌসের ছেলে কিশোর গ্যাং সদস্য রায়হান (২৩) লোহার রড নিয়ে আমার ভাইকে মারতে তেড়ে আসে। গতকাল সোমবার স্থানীয় মোহাম্মদ সাইফুল (২৫), সোহাগ (২৪), মোহাম্মদ তাসিফ (১৬) আমার ভাইকে বেধড়ক মারধর করে ছুরিকাঘাতে খুন করে। আমার আরেক ভাইকেও ছুরিকাঘাত করে। সেও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। আমি এ ঘটনায় মামলা করব।

    নিহতের ভাই আরও বলেন, মূলত আমি এবং মাহমুদুল হক গত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছি। আমরা আমাদের কেন্দ্রে নৌকার এজেন্ট ছিলাম। অপরদিকে হামলাকারীরা সবাই স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপির পক্ষে কাজ করেছে। মূলত তখন থেকেই তারা আমাদেরকে হত্যার টার্গেটে রেখেছে। তারা সুযোগের অপেক্ষায় ছিল, কখন তারা আমাদেরকে আক্রমণ করবে। অন্যথায় ১৭ টাকার জন্য খুনের ঘটনা কখনও যুক্তিযুক্ত নয়। মূলত আজকের ঘটনাটি তারা রাজনৈতিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার  বলেন, মাত্র ১৭ টাকা পাওনার বিষয় নিয়ে সোমবার বিকেলে চায়ের দোকানির ছেলের সঙ্গে নিহত যুবক মাহমুদুল হকের হাতাহাতি হয়েছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মাহামুদুল হক চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন ৷

    নিহতের ভাইয়ের রাজনৈতিক দ্বন্দ্বের অভিযোগের বিষয়ে ওসি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি। তবে ঘটনা যাই হোক, তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে এবং অপরাধীরা ছাড় পাবে না।