Skip to content

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়বেন যেভাবে 

    হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়বেন যেভাবে prothomasha.com

    বর্তমানে মেসেজিং প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। বিশ্বে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি ব্যবহাকারীদের প্রয়োজন ও সুবিধা অনুযায়ী নতুন অনেক ফিচার এনেছে প্ল্যাটফর্মটি। এর মধ্যে ডিলিট করা মেসেজ পড়তে পারার ফিচারও রয়েছে। কীভাবে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়া যায়, তা হয়তো অনেকে জানেন না।

    ডিলিট করা মেসেজ দেখবেন যেভাবে  
    * অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের সেটিংস থেকে ‘মোর সেটিংস’ অপশনে ক্লিক করতে হবে।

    * এখান থেকে নোটিফিকেশন হিস্ট্রিতে ট্যাপ করে এটি চালু করুন।

    * এরপর আপনার ফোনে যে নোটিফিকেশন আসবে, সেগুলো নোটিফিকেশন হিস্ট্রিতে সেভ থাকবে।

    * নোটিফিকেশন হিস্ট্রি থেকে ডিলিট হওয়া মেসেজ দেখতে পাবেন।

    এখন কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়ে ও অপর প্রান্ত থেকে দেখার আগেই ডিলিট করলেও পড়া সম্ভব। সেক্ষেত্রে আপনার ফোনে একটি মেসেজ নোটিফিকেশন আসবে। তবে আপনি চ্যাটে মেসেজটি দেখতে পাবেন না। দেখার আগে আপনাকে নোটিফিকেশন হিস্ট্রিতে যেতে হবে। সেখানে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রেস করুন। এখান থেকে আপনি সেই মেসেজটি দেখতে পাবেন। তবে অডিও-ভিডিও কিংবা ছবি দেখতে পাবেন না।