Skip to content

হিজবুল্লাহ প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

    হিজবুল্লাহ প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা prothomasha.com

    লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার দেশটির রাজধানী বৈরুতে নাসরাল্লাহর সম্ভাব্য অবস্থান করে হামলা চালানো হয়। তবে হামলার পর তিনি কী অবস্থানে আছেন তা জানাতে পারেনি ইসরায়েল।

    তবে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। নাসরুল্লাহর খুব কাছের লোকদের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, হিজবুল্লার প্রধান সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের বিমানবাহিনী।

    হিজবুল্লাহ প্রধান বেঁচে গেলেও শুক্রবারের এই হামলায় অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আলজাজিরা জানিয়েছে, ভবনের ধ্বংসস্তূতের নিচ থেকে অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অনেক আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।