লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান সমর্থিত এই গোষ্ঠীর অস্ত্রডিপোতেও হামলা চালানো হয়েছে।গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।ইসরায়েল জানিয়েছে, লেবানন ভূখণ্ডের বেশ ভেতরে গিয়েও তারা হামলা চালিয়েছে। ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ বলেছেন, ইসরায়েলের উত্তরাঞ্চল হিজবুল্লাহর রকেট হামলার শিকার হয়েছে। সেখানকার মেয়রদের তিনি প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সামনে আরও কঠিন দিন আসছে।