Skip to content

হাসিনা, কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

    হাসিনা, কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন prothomasha.com

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একটি হত্যার মামলার আবেদন হয়েছে।মুদি দোকানদার আবু সায়েদ হত্যার অভিযোগে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এসএম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন।

    আবেদনে মামলার অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।  ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলার আবেদন করা হলো।মামলার বাদী আমীর হামজা শাতিল বলেন, ‘বিবেকের তাড়নায় আমি এই মামলার আবেদন করেছি।’

    গত ১৯ জুলাই বিকেল ৪টায় মোহাম্মদপুর থানাধীন বছিলা ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।