Skip to content

হঠাৎ সিলেটে আসা জয়াসুরিয়ার কণ্ঠে জাকেরের প্রশংসা

    হঠাৎ সিলেটে আসা জয়াসুরিয়ার কণ্ঠে জাকেরের প্রশংসা prorthomasha.com

    শ্রীলংকা ও বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ এরই মধ্যে হয়ে গেছে। আজ মঙ্গলবার হঠাৎ সিলেটে এলেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমানে পরামর্শকের দায়িত্ব পালন করা সনাৎ জয়াসুরিয়া। হোটেলে ঢোকার আগেই বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ নিয়ে কথা বলেছেন তিনি। জাকের আলির ব্যাটিংয়ের প্রশংসা করে জয়াসুরিয়া বলেন, ‘(জাকেরের ব্যাটিং) কিছুটা দেখেছি। ভালো লড়াই-ই করেছে বাংলাদেশ। তারা ভালো ব্যাটিং করেছে। চাপের মুখে দারুণ বল করেছে শানাকা। বাংলাদেশ তাদের নিজেদের মাটিতে খেলছে। যেকোনো সময় তারা সেরা ক্রিকেট খেলতে পারে।’

    নিজ দলের ক্রিকেটারদের প্রশংসা করে জয়াসুরিয়া বলেন, ‘দারুণ একটা ম্যাচ হয়েছে। শ্রীলংকা ভালো খেলেছে, ভালো ব্যাটিং করেছে। ছেলেরা ভালো খেলেছে, দায়িত্ব নিয়ে খেলেছে। বড় স্কোর গড়ে চাপে ফেলেছে বাংলাদেশকে। শুধু আসালঙ্কাই নয়, সবাই ভালো ব্যাটিং করেছে।’ এর আগে অসংখ্যবার বাংলাদেশে এসেছেন জয়াসুরিয়া। তবে এবার পরামর্শকের নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমি পরামর্শক হিসেবে এখানে এসেছি। দলের সঙ্গে থাকতে এসেছি। শুরুটা ভালো হয়েছে। ম্যানেজমেন্টকে যতটা সহযোগিতা করা যায়, করব।’